মঙ্গলবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের মিঠাপুরস্থ সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের ব্যপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যালয়ের টিনসেট ঘরটি বিধ্বস্ত হয়েছে। এতে আসবাবপত্রও ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ উপড়ে গেছে। ঘরটি ভেঙ্গে পড়ায় বিদ্যালয়ে অধ্যয়নরত শত শত শিক্ষার্থীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিবাবকরা পড়েছেন বিপাকে।