প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সীমেরগাঁও মমতাজুল উলুম মাদ্রাসার টিনসেটের একমাত্র ঘরখানি ঘুর্ণিঝড়ের প্রবল তান্ডবে খুটিগুলো ভেঙ্গে যায় এবং টিনের চালসহ উপরিভাগ প্রবল বাতাসের সাথে উড়ে গিয়ে পাশ্ববর্তী ভূমিতে থুবরে পড়ে থাকে। ঘরের টিনের বারান্দা খন্ডিত বিখন্ডিত হয়ে প্রায় ১শ গজ দূরে ধানের ক্ষেতে পড়ে।
অন্য দিকে ঘরের ভিতরের দুটি আলমারি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয় এবং এগুলোর ভিতরে রক্ষিত কুরআন শরীফসহ বেশ কিছু কিতাবাদি ভিজে নষ্ট হয়ে যায়। ঝড়ে শিক্ষাদানের বোর্ডসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়। যার আনুমান পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা হবে। মাদ্রাসাটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে পাঠদান ও শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এরূপ বিপর্যন্ত ও সংকটময় পরিস্থিতিতে মাদ্রসার গৃহ খানি পুর্ণনির্মানে আর্থিক সহযোগীতা প্রদানের মাধ্যমে অত্র মাদ্রাসার পাঠদান ও শিক্ষা কার্যক্রম অক্ষুন্ন রাখার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানাচ্ছেন। সাহায্য পাঠানোর ঠিকানা -মাদ্রাসার হিসাব নং-২০১০৫, ইসলামী ব্যাংক, হবিগঞ্জ শাখা।মোবাইল নং- ০১৭১৪-৪৫৬০০৩