নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’দলের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার বাজার সৈয়দপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে গুরুতর আহত কাচা মিয়া নামে এক ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের কাচা মিয়ার বাড়ি সংলগ্ন একই গ্রামের আমরু মিয়ার জমিতে আইল কাটা নিয়ে দিনে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যার সময় কাচা মিয়া স্থানীয় বাজার সৈয়দপুর বাজারে এলে আমরু মিয়া তার তার ভাই বাছিত মিয়া সহ কতিপয় লোক আক্রমন করে। এ খবর পেয়ে কাচা মিয়ার লোকজন এসে প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে শত শত কাছের বোতল ছুড়ে মারা হয়। পরে ভাংগা বোতলের কারনে মানুষ এবং গাড়ি চলা বিঘœ ঘটলে নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ও ওসি তদন্ত আজমিরুজ্জামান নিজ উদ্যোগে ভাংগা বোতল ও কাছ সম্প্রসারণ করেন।