স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের আইনজীবী এডভোকেট আবুল হাসেম মোল্লা (মাসুম মোল্লা)কে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৩ এপ্রিল আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহাব উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়। এ নিয়োগের পর থেকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম। ইতিমধ্যে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল বিভাগে নিয়োগ পত্রের অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম।