বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সোলায়মান খান। মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দিকার পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বাবুল কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ হামিদ, আমির উদ্দিন ও স্থানীয় এনজিও কর্মকর্তাবৃন্দ।