এক্সপ্রেস ডেস্ক ॥ ৪ বছর পর বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ দাঁড়াবে ২০০ কোটি ইউনিট। এর অর্ধেকের বেশি হবে ফোরজি নেটওয়ার্ক সমর্থিত। সম্প্রতি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইট এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়।
নতুন প্রতিষ্ঠান ও উন্নত প্রযুক্তির কারণে স্মার্টফোনের বাজার বাড়ছে। সেবার পরিধি বাড়ার কারণে গ্রাহকের কাছেও স্মার্টফোনের চাহিদা বাড়ছে। ২০১৯ সালে মোট সেলফোন সরবরাহ হবে ২৩৫ কোটি ইউনিট। যেখানে চলতি বছর ২০৭ কোটি ইউনিট সেলফোন সরবরাহ হবে বলে পূর্বাভাসে জানানো হয়। আর ২০১৯ সালের মধ্যে সরবরাহকৃত মোট সেলফোনের ২০০ কোটিই হবে স্মার্টফোন। যেখানে চলতি বছর স্মার্টফোন সরবরাহ হবে ১৪৮ কোটি ইউনিট। ২০১৫ সালে বিশ্বব্যাপী ফোরজি সমর্থিত স্মার্টফোন সরবরাহ হবে ৬৭ কোটি ইউনিট। ২০১৯ সালের মধ্যে এ সংখ্যা ১২৯ কোটিতে দাঁড়াবে।
বিশ্বব্যাপী উদীয়মান বাজারগুলোয় স্মার্টফোন ব্যবহারের হার বাড়ছে। ২০১৭ সালের পর পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরের বাজারগুলোয় স্মার্টফোন সরবরাহ অধিক হারে বাড়বে। সিসিএস ইনসাইটের কর্মকর্তা যশদীপ বাদিয়াল বলেন, ‘২০০৭ সালে প্রথম আইফোন আসার পর অন্যান্য স্মার্টফোনের বিক্রি কমে যায়। পুনরায় এ ধরনের কোনো ঘটনা না ঘটলেও ২০১৭ সালের পর পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকায় স্মার্টফোন বিক্রি কমবে।’
তিনি আরো জানান, ট্যাবলেট, স্মার্টঘড়ি বা ভার্চুয়াল রিয়েলিটির মতো ডিভাইসগুলোয় যে হারে সৃজনশীল নকশা ও ফিচার যুক্ত হচ্ছে, স্মার্টফোন খাত সে তুলনায় পিছিয়ে রয়েছে। এ কারণে বাজার বিশেষে স্মার্টফোন বিক্রি কমতে পারে। সৃজনশীল নতুন ফিচার বা নকশা না থাকায় স্মার্টফোনের গুরুত্ব কমছে বলেও মন্তব্য করেন তিনি। তবে সামগ্রিকভাবে আগামী কয়েক বছর স্মার্টফোন বিক্রি বাড়বে বলেই ধারণা বিশ্লেষকদের।