নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল দুপুরে অনুষ্ঠিত ৩৬ গ্রামের হাজারো জনতার সমাবেশ থেকে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদকে অবাঞ্ছিত ঘোষণাকারি খনকাড়িপাড়ার কতিপয় ব্যক্তিকে চোর ডাকাতদের আশ্রয় ও প্রশ্রয় দাতা হিসেবে চিহ্নিত করে তাদেরকে সামাজিক ভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি সহ ৩৫ জন গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে গঠিত বোর্ডে সর্ব সম্মতিক্রমে উক্ত সিদ্ধান্ত নেওয়া হলে সমাবেশের সভাপতি সাবেক মেম্বার আলহাজ্ব চুনু মিয়া উপস্থিত জনতার সামনে উক্ত বয়কটের ঘোষণা দেন। সমাবেশে বক্তারা খনখাড়িপাড়া গ্রামের চোর ডাকাতদের প্রশ্রয়দাতারা চেয়ারম্যান সৈয়দ খালেদকে নানা কটুক্তি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা চোর ডাকাত দমনে চেয়ারম্যান খালেদের প্রশংসা করে তার পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, কুর্শি ইউনিয়নে চোর ডাকাত এবং তাদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের কোন স্থান নেই।
মির্জা আলী আজম রায়হান (খাদিম) এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন হাজী মশ্বফুর রহমান, মোঃ লাল মিয়া তালুকদার, সাবেক মেম্বার আব্দুর রহিম, সাদির মোহাম্মাদ, এম এ হাসিম, ফিরুজ মিয়া, আব্দুর রশিদ, হাজী আলিম উদ্দিন, সৈয়দ মদচ্ছির আলী, মোঃ আব্দুস সহিদ, কাজী মাহবুব আহমদ, ইউপি মেম্বার মোঃ আব্দাল মিয়া, মোঃ মজিদ মিয়া, সৈয়দ আলী হায়দর, সাবেক মেম্বার আনসার উদ্দিন ও শাহ জিতু মিয়া, ইউপি মেম্বার শাহ সামসুল ইসলাম সুজন, ডাঃ তালেব হুসেন, আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ, হাজি নূর মিয়া, দিলবাহার আহমদ দিলখাছ, ইউপি মেম্বার সৈয়দ নাজমুল হোসেন হারুন ও পারছু মিয়া, দিলাওর মিয়া চৌধুরী, ইউপি মেম্বার আকাব মিয়া, সাবেক মেম্বার মোশাহিদ মিয়া, হাজি শানুর মিয়া মেম্বার, মোঃ ছনর মিয়া, নিলু বৈদ্য, ইউপি মেম্বার জামাল উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার আয়েশা বেগম ও রাজিয়া বেগম, আনছার মিয়া, মোতাব্বির হোসেন সর্দার, মিয়াদন মিয়া, আব্দুর রহিম, রাসেল আহমদ, জাহির মিয়া, সাবেক মেম্বার আব্দুস সোবহান, মোঃ ছদর উদ্দিন, আলহাজ্ব নিজাম উদ্দিন, মোঃ ছুফি মিয়া, মোঃ সাজন মিয়া, নিতাই রায়, নানু মিয়া, মাষ্টার সিরাজুল ইসলাম প্রমুখ।