স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষকলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা কৃষকলীগ উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গতকাল সন্ধ্যায় চৌধুরী বাজার নতুন খোয়াইমুখ গোল চত্বরে জেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে ও কৃষকলীগ নেতা সঞ্জয় রায় ও শেখ মিজানুর রহমানের যৌথ পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি এডঃ প্রসেনজিৎ দে, শেখ কিতাব আলী, আব্দুর রউফ, আমিন আহমেদ, এম এ মমিন, মনিরুল ইসলাম বাছির, মাসুদুল আলম শামীম, জাকির হোসেন, সাইদুর রহমান, জামাল সর্দার, আব্দুল হামিদ, সেকুল ঠাকুর, মিজানুর রহমান, শেখ মোঃ ফরিদ মিয়া, মখলিছুর রহমান, সোহেল আহমেদ, ফারুক ঠাকুর, ফরাহাদ বক্স, কাজল আহমেদ, মনু মিয়া, জাফর আহমেদ, খলিলুর রহমান খলিল প্রমুখ। সভায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার কৃষি বান্দব। সরকারের যোগান্তরকারী বিভিন্ন প্রদক্ষেপের জন্য এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু ২০ দলীর জোট আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের সকল উন্নয়ন মুলক কর্মকান্ডকে বাধাগ্রস্থ করছে। ২০ দলীয় জোটের সকল নৈরাজ্য প্রতিবাদে প্রতিটি ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে কৃষকলীগ নেতাকর্মীদের আহ্বান জানান।