চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ঝড়ে পড়া গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী আহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তর নরপতি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছেন-ওই গ্রামের জাহির মিয়া (৪৫) ও তার স্ত্রী আছিয়া খাতুন (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহির মিয়ার একটি বেলজিয়াম গাছ ঝড়ে পড়ে গেলে একই গ্রামের মোঃ আব্দুল মনাফের ছেলে কামাল মিয়া গাছটি জোরপূর্বক নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জাহির মিয়া বাধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল মিয়া উত্তেজিত হয়েজোহির মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে জাহির মিয়া লুঠিয়ে মাটিতে পড়ে। এ সময় জাহির মিয়ার স্ত্রী আছিয়া খাতুন এগিয়ে আসলে তাকেও মারধর করে। এতে স্বামী স্ত্রী আহত হন। তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় জাহির মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।