প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকার রোডস্থ শাহীন স্টোর, নোভা স্টোর ও নিশু স্টোর সহ বিভিন্ন ফার্মেসীতে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল রবিবার শহরের টাউন হল রোড থেকে বেবীষ্ট্যান্ড পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর আহ্বানে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন চেম্বার পরিচালক মশিউর রহমান শামীম, ব্যকস সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তুহিনুজ্জামান, কোষাধ্যক্ষ মীর জমিলুন্নবী ফয়সল, সমাজ কল্যাণ সম্পাদক মামুন মিয়া, কার্যকরী কমিটির সদস্য এনাম, শুভ, আব্দুর রহমান, মাহফুজ, সাবেক সভাপতি শাহবাজ চৌধুরী, জেলা কেমিস্টস্্ এন্ড ড্রাগিস্টস্্ সমিতির আহ্বায়ক শ্যামল মোদক, ত্রিদেশ কান্তি চৌধুরী, নাসিম মাহবুব, পিন্টু মোদক, মরতুজা ইমতিয়া, ইনাতাবাদের বিশিষ্ট ব্যবসায়ী এস এম আব্দুল আউয়াল, নুরুল আমীন, মিজানুর রহমান চৌধুরী, শাহীন স্টোরের মালিক এনামুল হক শাহীন, এডঃ মোঃ এনাম, সৈয়দ মোঃ কাউছার, শাহ জালাল উদ্দিন জুয়েল, নোভা স্টোরের মালিক লেচু তালুকদার, নিশু স্টোরের মালিক রুহুল আমীন, বিশিষ্ট মুরুব্বী আব্দুল গফুর, নাসির মিয়া, জনাব আলী, আব্দুল মজিদ, মোঃ কাইয়ূম, মোহাম্মদ আলী, খোকন তালুকদার প্রমুখ।
বক্তারা দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। অন্যথায় হবিগঞ্জের সকল ব্যবসায়ীদের সাথে বৃহত্তর কর্মসুচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী প্রদান করা হয়।