চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে চুনারুঘাট পৌরসভার যাত্রী ছাউনীর পাশ থেকে ৬০ বছরের অজ্ঞাত বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ওই স্থানে লাশটি দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেয়। পরে এসআই আশরাফুজ্জামান ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত বৃদ্ধের লাশটি মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ চেষ্টা করছে।