নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পশ্চিম তিমিরপুর ও চৈতন্যপুর গ্রামে বাউল গানের নামে চলছে জুয়ার আসর। একদিন পর পর রাতে জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা কামাই করছে একটি প্রভাবশালী চক্র। ওই মহলটি আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই জুয়ার আসার বসায় বলে প্রচার করছে। এসব অসামাজিক কার্যক্রলাপের ফলে সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ নিয়ে আইনশৃঙ্খলার অবনতির আশংকা করছেন এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে জনৈক জুয়ারী জানান, ক্ষমতাসীন দলের নেতার ভাই এর পেছনে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে ওই দুটি গ্রামে জুয়ার আসর বসানো হচ্ছে। এলাকাবাসী জানান, এভাবে চলতে থাকলে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। কঠোর পদক্ষেপের মাধ্যমে এসবের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ এসব কর্মকান্ড বন্ধ করার জন্য আইনশৃঙ্খরা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।