স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নোয়াখাল চরগাঁও গ্রামে হাঁসের মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, চরগাঁও গ্রামের মহব্বত খানের পুত্র শামীম খানের হাঁসের খামাড়ের প্রায় ৭শ হাঁস পার্শ্ববর্তী নোয়াগাও গ্রামের দৌলত মিয়ার খামাড়ের হাঁসের সাথে মিশে যায়। হাঁস আনতে গেলে দৌলত মিয়া এগুলো তার নিজের হাঁস দাবী করে ফেরত দিতে অপারগতা জানায়। এ নিয়ে দৌলত মিয়া ও শামীম খানের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় শামীম খান, আমির খান, মোয়াদ্দিছ মিয়া ও ইসলাম খানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।