মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ঘড়বাড়ী, গাছ-পালা ও উঠতি বুরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার রাত প্রায় ৮টার দিকে শুরু হওয়া কাল বৈশাখী ঝড়ে উপজেলার চৌমুহনী, বহরা, আদাঐর, বুল্লা, আন্দিউড়া ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন এলাকা দিয়ে ঝড়ে কাঁচা, আধা-পাকা ঘর-বাড়ী, গাছ-পালা, পল্লী বিদুৎতের লাইন ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়- রাতে ঝড় হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। চৌমুহনী ইউনিয়নের জালাল মেম্বার জানান, ঝড়ে আমাদের ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পল্লী বিদুৎতের ডিজিএম জানান-ঝড়ে অনেক এলাকা দিয়ে বিদুৎতের তার ছিড়ে গেছে রাতে এগুলো মেরামত করে লাইন চালু করা সম্ভব হবে না।