স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে শফিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত কৃষক উপজেলার কুর্শি ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সুজন মিয়ার একমাত্র পুত্র।তার মৃত্যু নিয়ে দু’ধরণের তথ্য পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শফিক মিয়া গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতি দিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটতে পার্শ্ববর্তী রাইয়াপুর বড়গুল নামের এক হাওড়ে যায়। অন্যান্য দিনের মত টিক সময়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে একটি ধান ক্ষেতের পাশে শফিক মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাদের সুর চিৎকারে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন হাওড়ে। তার লাশ দেখে পরিবারের লোকদের সন্দেহ দেখা দিলে ডাক্তার আনেন। ডাক্তার এসে হার্টঅ্যাটাক করে মৃত্যু হয়েছে বলে ঘোষনা করেন। অপরদিকে কেউ কেউ মনে করছেন বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।