ইংল্যান্ড প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার ছেলে সাইফুর রহমান শেখ (বিএসসি অনার্স এমআরইএস) এর সাথে হবিগঞ্জ শহরের অত্যাধুনিক শপিং সেন্টার আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের কন্যা সালমা আলীর জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গ্রেটার ম্যানচেস্টারের বিলাসবহুল বল্টন এক্সেলেন্সি ব্যাঙ্কুইট হলে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়ে অনুষ্ঠানে দেখা গেছে হবিগঞ্জবাসীদের মিলন মেলা।
ব্যাঙ্কুইট হলটি ইংল্যান্ডের অত্যন্ত ব্যয়বহুল। এখানে পরিবেশিত খাবারও অত্যন্ত ব্যয়বহুল। বিয়ে অনুষ্ঠানে ব্রিটিশ ঐতিহ্য ব্যান্ড সঙ্গীত এরাবিয়ান নাইট পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান ছিল দৃষ্টি আকর্ষণীয়।
বিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বর-কনের আত্মীয়-স্বজন ছাড়াও প্রবাসী হবিগঞ্জবাসী বিশিষ্ট ব্যক্তিগণ। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবির আহমেদ জেপি, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন-জিএমবিএ’র সাবেক চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, শামসুদ্দিন আহমদ এমবিই, অধ্যাপক আব্দুল হান্নান, খন্দকার ট্রাস্টের কর্ণধার খন্দকার সুফি মিয়া, মানচেস্টার আওয়ামী লীগ সভাপতি সুরাবুর রহমান, বিএনপি সভাপতি কামাল হোসেন, ইউনাইটেড এয়ারলাইন্স বাংলাদেশের ডাইরেক্টর আশিক মিয়া সিজিল, বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ভাই মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমদ, ফিরোজ চৌধুরী, চ্যানেল আই ম্যানচেস্টার প্রতিনিধি তৈয়বুর রহমান শ্যামল। এছাড়া হবিগঞ্জ থেকে এসে বিয়ে অনুষ্ঠানে যোগ দেন হবিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী।
কনের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনের চাচা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কে এ তাহিদ, জিএমবিএ চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব, আব্দুল শাহিদ ও আব্দুল ওয়াহিদ, কনের বড় বোন তাসলিমা আলী ও ভগ্নিপতি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড এর ডেপুটি ম্যানেজার শাহ তাজনিন আলী।
এর আগে গত ১৩ এপ্রিল কনে সালমা আলীর গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ইস্টার্ন পার্ল ব্যাঙ্কুইট হলে। গায়ে হলুদ অনুষ্ঠানে কনের পরিবার, আত্মীয়-স্বজন এবং তার বান্ধবীসহ বিভিন্ন বয়সী অর্ধশতাধিক নারী বেগুনি রঙের শাড়ি পরে হাজির হয়ে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছিলেন।