বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার পৈলারকান্দি ইউ.পি’র সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি –রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। গতকাল বৃহস্পতিবার ভোর ৩টায় হবিগঞ্জ টাউন হল রোডস্থ বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে তাৎক্ষনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়ে, ৩ ছোট ভাই এবং মা-সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সামনের মসজিদে জানাজার প্রথম জামাত ও গ্রামের বাড়ি বানিয়াচঙ্গের উত্তর পৈলারকান্দি বিকালে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অপর দিকে অনুষ্ঠিত বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সভায় বৃহস্পতিবার সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী তালুকদারের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব ছাড়াও তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।