স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এক পরিবারের জায়গা দখল করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ওই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মিয়া হোসেন বাদী হয়ে একই এলাকার হীরা মিয়া, রুবেল মিয়া, আসিফ আলী, জয়নাল মিয়া, সোহেল মিয়া ও আছকির মিয়াকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি অভিযোগ দায়ের করে। আদালত অভিযোগ আমলে নিয়ে উল্লেখিত আসামীদের পরবর্তী নির্দেশনা দেয়ার পূর্ব পর্যন্ত ওই জায়গায় অনুপ্রবেশের জন্য ১৪৪ ধারা জারি করেন। এদিকে উল্লেখিত আসামীরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিয়া হোসেনের বাড়ি ঘর ভাংচুর ও ফসলি গাছ জোরপূর্বক কর্তন করে। এ ব্যাপারে মিয়া হোসেন জানান, দীর্ঘদিন যাবত উল্লেখিত আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ সহ আশ-পাশের জায়গা জমি দখল করার চেষ্টা করেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তারা তা প্রত্যাখ্যান করে জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। এমতাবস্থায় আদালতে ১৪৪ ধারা জারি করা হলেও তা মানছে না উল্লেখিত আসামীরা। তাই যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার পূর্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মিয়া হোসেন।