চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে দু’টি তক্ষক অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এ তক্ষক দু’টি অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা জুলহাস মিয়া, মাসুদ মোস্তফা খান, ক্রেল প্রকল্পের অর্জুন দাশ, সিএমসির সদস্য চিত্ত দেববর্মা, জসিম উদ্দিনসহ স্থানীয় উপজাতির নেতৃবৃন্দ।
বুধবার সন্ধায় তক্ষক দু’টি পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে তেলমাছড়া বিট কর্মকর্তা জুলহাস মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে আটক করেন।