স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে এর প্রতিবাদে সারা দেশের ন্যায় হবিগঞ্জে ১৮ দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বাধা দিলে পুলিশের সাথে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষ শহরের তিনকোনা পুকুরপাড়, মুসলিম কোয়ার্টার, রাজনগর ও শায়েস্তানগর এলাকা ছড়িয়ে পড়ে। প্রাং ১ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ জন নেতা-কর্মী গুলিবিদ্ধসহ প্রায় ৪০জন আহত হয়েছে। তাছাড়া সংঘর্ষে সদর থানার ওসি তদন্ত দেওয়ান নুরুল ইসলাম, এএসআই সুরুজ আলী, কনস্টেবল জাহিদ, কনস্টেবল মাহফুজ, কনস্টেবল কলসুমা আক্তারসহ কমপক্ষে ১০ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষকালে পুলিশভ্যান, ম্যাক্সি, ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম), জেলা শিক্ষা অফিস, ব্যাংক, ডায়গনষ্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ ১৮১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষকালে পুলিশ শহরের শায়েস্তানগর এলাকা থেকে শহরতলীর মাছুলিয়া গ্রামের সঞ্জব আলীর পুত্র জাহিদ মিয়া ও শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের মৃত আব্দুর রশীদের পুত্র ফজলু মিয়াকে আটক করেছে। আটককৃতদের দাবী এরা শায়েস্তানগর এলাকায় পুরাতন কাপড়ের ব্যবসায়ী। এ দিকে বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সোমবার রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ গতকাল রাতে ১০ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই রাত ৮টা ৫ মিনিটে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়া আলহাজ্ব জি কে গউছ এর নেতৃত্বে শায়েস্তানগর এলাকা, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম এর নেতৃত্বে তিনকোনা পুকুরপাড় এলাকায়, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের নেতৃত্বে রাজনগর, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমদের নেতৃত্বে মুসলিম কোয়ার্টার এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করা হয়। এ সব মিছিলে পুলিশের বাধাকে কেন্দ্র করে শহরজুড়ে পুলিশের সাথে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। শহর পরিণত হয় রণক্ষেত্রে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ জানান, বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের ২৫ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছে।