মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নানা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪২২কে বরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পান্তা ইলিশ, সাংস্কৃতি অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম। এ সময় থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়, মাধবপুর শিল্পকলা একাডেমীর ফোকাল পয়েন্ট ইউপি চেয়ারম্যান খাইরুল হোসেন মনু, উপজেলা জাপা সভাপতি কদর আলী মোল্লা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মনির, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগতদের পান্তা ইলিশ পরিবেশন করা হয়। পরে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে শুভ নব্বর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে উপজেলার অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। সকাল ১০টায় বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির সভাপতি আবু ছায়েদ মোল্লার সভাপতিত্বে ও সুলেমান খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ব্যক্তব রাখেন স্থানীয় চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানি মুজমদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরিফুর রহমান, সাংবাদিক আবুল হোসেন সবুজ, লূৎফুর রহমান, আবু হোসেন রাসেল (শাহিন), আমজাদ হোসেন শাহিন, আঃ বারিক, মোঃ লিটন মিয়া, মোঃ রোকন উদ্দিন বিল্লাল, মোঃ কবির আহম্মেদ প্রমূখ। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থপনায় ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মোশারফ আহম্মেদ খান (পলাশ) ও সহ শিক্ষক মোঃ মজিবুর রহমান বাহার।