চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ কোর্ট থেকে জামিন নিয়ে জেল হাজত থেকে মুক্তি পেয়ে চুনারুঘাট নিজ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্তের হামলায় সাজিদুর রহমান পন্ডিত (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে দুবাই প্রবাসী সাজিদুর রহমান পন্ডিত একটি মামলায় হাজতে ছিলেন। গতকাল বুধবার সাজিদুর রহমান এর জামিন মঞ্জুর করেন। রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জ জেল হাজত থেকে মুক্তি পেয়ে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। সিএনজিটি ঘটনাস্থলে পৌছামাত্র ৪/৫জনের একদল দুর্বৃত্ত সিএনজির গতিরোধ করে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সাজিদুর রহমান পন্ডিত আহত হন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।