স্টাফ রিপোর্টার ॥ আসামী দেখা নিয়ে কারা রক্ষীদের কথা কাটাকাটি ও বন্দুক ভাংচুরের ঘটনায় ২ যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় সরকারী কাজে বাধা ও বন্দুক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। জেল সুপার নওসেদ আলম ভূইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আটককৃতরা হচ্ছে-শহরের রাজনগর এলাকার আবুল খায়েরের পুত্র রাইসুল আলম রাজু ও আব্দুল কদ্দুসের পুত্র সাইদুল আলম শিপন।
কারারক্ষী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেল শিপন ও রাজুু সহ কয়েকজন বৃন্দাবন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান শাওনের সাথে দেখা করতে কারাগারে যায়। এ সময় জেলের আরপি জাকীরের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় এক কারা রক্ষী তাদের প্রতি বন্দুক তাক করলে এরা কারা রক্ষির নিকট থেকে বন্দুক কেড়ে নিয়ে ছুড়ে মারে। এতে বন্দুকটি ভেঙ্গে যায়। এক ডর্যায়ে হাবিলদার গজানন্দ দাসের নেতৃত্বে কারা রক্ষীরা শিপন ও রাজু আটক করে। তাদের অপর সঙ্গীরা পালিয়ে যায়। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে আসে। এ ঘটনায় রাতে জেল সুপার নওসেদ আলম ভূইয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে আটক রাজু ও শিপন জানায়, গতকাল রবিবার বিকাল ৫টার দিকে বৃন্দাবন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান শাওনের জামিন মঞ্জুর হলে এরা তাকের নিয়ে আসতে কারাগারে যায়। এসময় এক কারারক্ষী এসে শাওনকে আজ (রবিবার) বের করতে হলে ১ হাজার টাকা দিতে হবে। অন্যথায় তাকে আগামীকাল (সোমবার) সকালে মুক্তি দেয়া হবে। এ নিয়ে দর কষাকষি হয়। এ নিয়ে হাতাহাতির এক পর্যায়ে কারারক্ষীরা রাজু ও শিপনকে আটক ও মারধর করে।