স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষা কেন্দ্রে দু’পরীক্ষার্থীর কথা কাটাকাটির জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষকালে বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে। সূত্রে জানা যায়, শহরতলীর পইল গ্রামের মনহর আলীর পুত্র আজিজ মিয়া (১৯) ও শহরের অনন্তপুর এলাকার মোজাহির মিয়ার ছেলে মনির মিয়া (২০) সহপাঠী এবং উভয়ই এইচএসসি পরীক্ষার্থী। এরা মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালে হলের ভেতর শনিবার তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল রবিবারও একই ভাবে হলের ভেতর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরীক্ষা শেষে আজিজ হল থেকে বের হয়ে আজিজ প্রধান ফটকে আসা মাত্র তার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তাদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে আজিজ গুরুতর আহত হয়। এ ঘটনার জের ধরে শহরের হাসপাতাল এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অনন্তপুর, মাহমুদাবাদ, মোহনপুর, রিচি, এসএমপুর, ২নং পুল এলাকার যুবকরা অংশ নেয়। সংঘর্ষ চলাকালে সদর হাসপাতাল মোড়ে সুবর্ণা, লিয়াকত ফার্মেসীসহ বেশ কয়েকটি দোকান ও বাসায় হামলা ও ভাংচুর করা হয়। এ সময় সদর তানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়।