স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ প্রার্থী। এছাড়া অ্যাডভোকেট লতিফুর রহমান অনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৫৩১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তারা হলেন অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, নুরুল ইসলাম তালুকদার, মহিবুর রহমান, হাবিবুর রহমান ও আব্দুল হান্নান চৌধুরী। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জসিম উদ্দিন ও মুরলী ধর দাশ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজামুল হক লস্কর, মোঃ মুদ্দত আলী ও সুবীর রায়। যুগ্ম সাধারণ সম্পাদক ১ম শাখায় প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডঃ আবুল ফয়েজ মোঃ খায়রুল ইসলাম ও মোঃ নুরুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক ২য় শাখায় নির্বাচন করছেন জসিম উদ্দিন ও মজিবুর রহমান। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন এনামুল হক ও এম এ মজিদ। ৪টি সিনিয়র সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল আহাদ, সৈয়দ আফজাল আলী, নাজিম উদ্দিন খান, মনিরুল ইসলাম, মতিউর রহমান ও সালেহ উদ্দিন আহমেদ। ৩টি জুনিয়র সদস্য পদে লড়ছেন এজে জালাল আহমেদ, আব্দুল মতিন, মেরী আক্তার চৌধুরী, মোজাম্মেল হক রাসেল ও মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের। লাইব্রেরী সম্পাদক পদে শাহ হারুনুর রশিদ সোহেল ও মিজানুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় লতিফুর রহমান অনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।