নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ খনকারীপাড়া গ্রামবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে অবাঞ্ছিত ঘোষনা অব্যাহত থাকবে বলে আবারো ঘোষনা করা হয়েছে। গতকাল রবিবার রাতে নবীগঞ্জ শহরস্থ খালিক মঞ্জিলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষনা দেয়া হয়েছে। খনকারী পাড়ার বিশিষ্ট মুরুব্বী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মতব্বীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যতম নেতা খলিলুর রহমান চৌধুরী দুদু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, মহিবুর রহমান চৌধুরী, হাজী আব্দুল কাদির, আব্দুল গফ্ফার, ছুরুক মিয়া চৌধুরী, রফিজ মিয়া, খোকন আহমদ চৌধুরী, আব্দুল বাছিত, হেলাল আহমদ চৌধুরী, আব্দুল লতিফ চৌধুরী, নজির মিয়া, আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ চৌধুরী, সিরাজ মিয়া, লন্ডন প্রবাসী মৃনাল আহমদ চৌধুরী, প্রবাসী কুহিনুর চৌধুরী, ইঞ্জিনিয়ার আলমগীর চৌধুরী, জিল্লুর রহমান শিপু, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, জাকারিয়া শিশু, যুবলীগ নেতা আবু তাহের, সাজান মিয়া, রনি আহমদ চৌধুরী, শাহ লায়েক আহমদ প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, দুর্নীতি পরায়ন কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ নির্বাচিত হওয়ার পর থেকেই ঐহিত্যবাহী খনকারীপাড়া গ্রামসহ বিভিন্ন এলাকার লোকজনের সাথে অশালীন আচরণ করে আসছেন। এর প্রতিবাদে সম্প্রতি খনকারীপাড়া গ্রামবাসী সমাবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয়া হয়। চেয়ারম্যান খালেদ নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।
বক্তরা বলেন. শনিবার চেয়ারম্যানের কতিপয় আজ্ঞাবহ লোকজন ইউনিয়নের আইনশৃংখলার সভার কথা বলে লোকজনকে জড়ো করে ইউপির বিভিন্ন গ্রামের লোকজনকে খনকারীপাড়া গ্রামবাসীর সাথে মুখোমুখি দাড় করানোর অপচেষ্টা এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তাগণ আরো বলেন, এই আন্দোলন কোন গ্রাম বা গোষ্টির বিরুদ্ধে নয়। চেয়ারম্যান সৈয়দ খালেদ মুরুব্বীদের সাথে অশালীন ব্যবহার করার প্রতিবাদের আন্দোলন। বক্তারা খনকারীপাড়ার মুরুব্বীদের কাছে ক্ষমা না চাইলে ইউনিয়নের সকল গ্রামের মুরুব্বীদের সাথে সমন্বয় করে পরবর্তী কঠোর কর্মসুচী দেয়া হবে।