নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল আহাদ সাদির বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। চোরেরা ৬ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। গত শনিবার ভোর রাতে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে।
এ ব্যাপারে গতকাল রবিবার সকালে আব্দুল আহাদ সাদি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নবীগঞ্জ থানার এসআই আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় আব্দুল আহাদ সাদির বাসার পিছনের গ্রীলের পার্শ্বে ছোট দরজার তালা ভেঙ্গে চোরেরা রুমের ভিতর প্রবেশ করে ষ্টীলের আলমিরায় থাকা ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৩১ হাজার টাকা, একটি ল্যাপটপ, মোবাইল ও মাইক্রোওভেনসহ দামি আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।