এক্সপ্রেস ডেস্ক ॥ প্রায় ১০০ জন যাত্রী ও ৬টি বগি নিয়ে চালক ছাড়াই রাজবাড়ীর রেল স্টেশন থেকে আন্তঃনগর রাজবাড়ী-ফরিদপুর ৭৮৩ ট্রেনটি ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। রাজবাড়ী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে রাজবাড়ী টু ফরিদপুর আন্তঃনগর ট্রেনটি ফরিদপুরের উদ্দেশে রাজবাড়ী ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় চালক, সহকারী চালক ও ট্রেন পরিচালকের উপস্থিতি ছাড়াই ট্রেনটি বিপরীত রুট অর্থাৎ রাজবাড়ী টু রাজশাহী রুটের দিকে চলতে শুরু করে। এ ঘটনার পরপরই রাজবাড়ীর পরবর্তী রেল স্টেশন কালুখালীর স্টেশন মাস্টার ও রেলওয়ে কন্ট্রোল পাকশী অফিসে জানানো হয়। পরে রাজবাড়ী থেকে ২৬ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেনটি পাংশা স্টেশনে পৌঁছলে যাত্রীরা চেইন টেনে ট্রেনটি থামিয়ে দেন। রাজবাড়ীর স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, চালকের অসাবধানতার কারণে এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার ঘোষ জানান, ছেড়ে যাওয়া ট্রেনের চালক মোহাম্মদ আলীকে ট্রেনটি রাজবাড়ী আনতে পাংশায় পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনাটি শুনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ এম এ খালেক ও রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রেনের যাত্রী কালুখালী দফাদিয়া গ্রামের আব্দুল জাব্বার জানান, আমি ব্যক্তিগত কাজে ফরিদপুর যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম। কিন্তু হঠাৎ করেই রাজবাড়ী স্টেশন থেকে ট্রেনটি উল্টো পথে চলতে শুরু করে। কিছু ভেবে পাচ্ছিলাম না যে, বিষয়টি কি হচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে অন্যান্য যাত্রীদের কান্নাকাটিতে বুঝতে পারলাম কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি রেলকর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তোলেন।