এক্সপ্রেস ডেস্ক ॥ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরেকটা বড় সুখবর এসেছে এবার যুক্তরাষ্ট্র থেকে। সেখানে একদল গবেষক ত্বকের ক্যান্সারের যে টিকা তৈরি করেছেন, তিনজন রোগীর ওপর তার পরীক্ষায় খুবই ইতিবাচক ফল পাওয়া গেছে। এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল অব সায়েন্সে। গবেষকরা দাবি করছেন, মানুষের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধী ব্যবস্থা, সেটিকে ক্যান্সার ঠেকাতে সজাগ করে দেয়া সম্ভব। এই ভ্যাকসিন বা টিকা সেই কাজটাই করেছে। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা যে তিন ক্যান্সার রোগীর ওপর এই টিকা প্রয়োগ করেন, তাদের প্রত্যেকের ক্যান্সার টিউমারের ডিএনএ নকশার সঙ্গে সুস্থ কোষের জিন নকশার তুলনা করা হয়েছে। ক্যান্সার টিউমারে যে জেনেটিক এরর বা ত্র“টি থাকে, সেটি প্রতিটি রোগীর ক্ষেত্রেই একেবারে ইউনিক বা স্বতন্ত্র। তার ওপর ভিত্তি করে তারা এই পার্সোনালাইজড ভ্যাকসিন বা টিকা তৈরি করেন। যে তিনজনের ওপর এই টিকা প্রয়োগ করা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটি ইতিবাচক ফল দিয়েছে। গবেষকরা খুবই আশাবাদী যে, এরফলে ভবিষ্যতে কোন কোন ক্যান্সার হয়তো এরকম টিকা তৈরি মাধ্যমে ঠেকিয়ে দেয়া যাবে। কিন্তু এ নিয়ে চিকিৎসকরা আসলে কতটা আশাবাদী। বার্মিংহ্যামের স্কুল অব ক্যান্সার সায়েন্সের একজন গবেষক এবং চিকিৎসক ড: সুপ্রতীক বসুর এ নিয়ে কথা বলেছেন বিবিসির সঙ্গে।