প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের মুহতারাম সভাপতি, আলহাজ্ব কাজী মাওলানা এম. হাসান আলী বলেছেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সিপাহশালার সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) ছিলেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মর্দে মুজাহিদ। তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। বর্তমান সময়ে তরুণ ছাত্র সমাজ যুব সমাজের সায়্যিদ আহমদ শহীদ বেরলভী সম্পর্কে জানা প্রয়োজন। তিনি আরও বলেন, আগামী ৬ মে বালাকোট দিবস উপলক্ষে নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদ এর ম্যাগাজিন হাতিয়ার নামক গ্রন্থ উন্মোচন করা হবে। শহীদ আহমদ বেরলভী (র.) উত্তরসূরীগণ লেখা কবিতা তাহার জীবনী সম্বন্ধে আগামী ২০ এপ্রিল এর মধ্যে লেখা দেওয়ার আহ্বান জানান।
তিনি গতকাল শনিবার বিকাল ৩টায় নবীগঞ্জ শহরস্থ কার্যালয়ে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী সাহিত্য পরিষদ নবীগঞ্জ এর সাধারণ সম্পাদক প্রভাষক মাওঃ এম.এ জলিলের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান মাওঃ এম.এ. ছবুর, কাজী মাওলানা গোলজার আহমদ, অধ্যক্ষ মাওলানা সজ্জাদুর রহমান, মোঃ আব্দুল-মুহিত রাসেল, মোঃ ছানাওর আলী, মাওঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী প্রমূখ।