প্রেস বিজ্ঞপ্তি ॥ পুলিশের দায়ের করা বিস্ফোরক, দ্রুত বিচার ও পুলিশ এসল্ট ৪টি মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ। গতকাল রবিবার সাড়ে ১১টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে যুবদল নেতা জালাল আহমেদ আত্মসমর্পন করেন। আদালত গতকাল রবিবার শুনানি দিন ধার্য করেন। গতকাল আদালতে দীর্ঘ শুনানির পর জামিন মঞ্জুর করেন।
তার পক্ষে জামিন আবেদন করেন এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন। এছাড়াও প্রায় অর্ধশত আইনজীবি শুনানীতে অংশ নেন। এ সময় আদালতে হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।