স্টাফ রিপোর্টার ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ধারাবাহিক নাটকের শুটিং সম্পন্ন হলো হবিগঞ্জে। গত ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন ব্যাপী বাহুবল উপজেলার মধুপুর চা বাগানে এ নাটকের শুটিং সম্পন্ন হয়। বিটিভির প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য তৈরী ও নির্মাণ করছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা অনন্ত হিরা। নাটকের প্রধান দু’টি চরিত্র অমিত ও লাবণ্য চরিত্রে অভিনয় করছেন অনন্ত হিরা ও নূনা আফরোজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, ঝুনা চৌধুরী, রামিজ রাজু, শুভেচ্ছা রহমান, চৈতালী চৈতী, হবিগঞ্জের শিল্পী শবনম আফরোজ ডেইজীসহ প্রায় ২০ জন অভিনেতা-অভিনেত্রী।
নাটকটি সম্পর্কে নির্মাতা অনন্ত হিরা জানান, শুটিংয়ের কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। বাকী কাজটুকু ঢাকার আশপাশের কোন জায়গায় সমাপ্ত করা হবে। তিনি আরো জানান, উপন্যাসে বর্ণিত ঘটনাস্থল শিলংয়ের সাথে মধুপুর বাগানটির যথেষ্ট মিল রয়েছে। এছাড়া এখানে পুরোনো আমালের একটি বাংলোও রয়েছে। তাই মধুপুর চা বাগানটিকেই আমরা শেষের কবিতার শুটিংয়ের জন্য উপযুক্ত মনে করেছি। আগামী ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম বার্ষিকীর অন্তত ১ সপ্তাহ পূর্ব থেকে বিটিভিতে নাটকটির সম্প্রচারের কথা রয়েছে।