মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা তেলিয়াপাড়া মহোৎসব প্যান্ডেল ভাংচুর ও সহ-সভাপতি সুরঞ্জন বিশ্বাসকে রক্তাক্ত জখমের প্রতিবাদে গত শুক্রবার বিকালে সুরমা তেলিয়াপাড়া মহোৎসব অঙ্গনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়। উৎসব কমিটির সভাপতি অনীল রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, লস্করপুর ভ্যালি চা-শ্রমিক সভাপতি অবিরত বাক্তি, উৎসব কমিটির সাধারণ সম্পাদক রিপন পাল, জমসেদ খান মেম্বার, বাচ্চু মিয়া মেম্বার, ছায়েদ মিয়া, কমলা মেম্বার, আব্দুর রউফ, ভক্ত সুকুমার সরকার, সাংবাদিক শংকর পাল সুমন, চুনি লাল মজুমদার, চন্দন পাল, ধীরেশ দেবনাথ, বিকাশ বিশ্বাস, রায়ধন সরকার ও কুঞ্জমোহন সরকার প্রমূখ। বক্তারা উৎসব সহ-সভাপতি সুরঞ্জন বিশ্বাসের উপর হামলাকারী দিলীপ পাল ও তার সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে বহিস্কারের জোরালো দাবী জানান। বক্তারা অভিযোগ করে বলেন, দিলীপ পালের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ সুরমা তেলিয়াপাড়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসবের ভূমি দখল করার চেষ্টা করে আসছে। গত ৬ এপ্রিল মহামান্য হাইকোর্ট উল্লেখ্যিত ভূমির উপর স্থিতাবস্তা এবং রুল জারির আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশ অমান্য করে দিলিপ পালসহ তার সহযোগীরা গত বৃহস্পতিবার সকালে উৎসবের প্যান্ডেল ভাংচুর করে ভূমি দখলের চেষ্টা করলে উৎসব কমিটির সহ-সভাপতি সুরঞ্জন বিশ্বাস বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দিলিপ পাল, সমিরন বিশ্বাস ও তার সহযোগীরা সুরঞ্জন বিশ্বাসকে কুপিয়ে রক্তাত জখম করে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহীদ উল্লাহ পিপিএম দিলিপ পাল ও সমিরন বিশ্বাসকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরে তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় বিকাশ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।