এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ১২ এপ্রিল প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ১২ এপ্রিল বিকেল ৪টা থেকে মেধা তালিকা পাওয়া যাবে। যে কোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে- ঘট<ংঢ়ধপব>অঞঐঘ<ংঢ়ধপব>জড়ষষ ঘড় লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে। এ ছাড়া ওই দিন রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং, ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ ফল পাওয়া যাবে।
দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হলে পরবর্তীতে আর কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।