স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছেন-সঞ্জু রাহুত (৩২) ও দুলাল রাহুত (৩২)। বৃহস্পতিবার রাতে শহরের নারিকেল হাটা এলাকা থেকে তাদেরকে করে পুলিশ।
পুলিশ জানায়, সঞ্জু ও দুলাল ওই রাতে ৮টি পানির বোতলে ১৬ লিটার মদ ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থানার এসআই মামুনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করে।