শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জে অবহেলিত জনপদ ইসলামপুর

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৪৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যোগাযোগ ও নাগরিক সুবিধা বঞ্চিত একটি নিভৃত পল্লীর নাম হচ্ছে ইসলামপুর। মাত্র ৩কি. মি. রাস্তার জন্য গ্রামের শত শত মানুষ বর্ষায় পানিবন্দী থাকতে হয়। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মাত্র ৩ কি. মি. দূরত্বের এই গ্রামটিতে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন উন্নয়নের ছোয়া লাগেনি। ইসলামপুর গ্রামে এখনও কোন যানবাহন যেতে পারেনি। গ্রামের মানুষ “হেমন্তে পা বর্ষায় না” এই প্রবাদ বাক্যের সাথে সম্পৃক্ত। বর্ষাকালে নৌকাই তাদের চলাচলের একমাত্র মাধ্যম। ঐ গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার আলোবঞ্চিত হচ্ছে শত শত কিশোর-কিশোরী। ইসলামপুর গ্রামবাসীর কাছে এযুগেও বিদ্যুতের আলো স্বপ্নের মত। সন্ধ্যার পরেই গ্রামের মধ্যে সৃষ্ঠি হয় এক ভূতুরে পরিবেশ।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত ইসলামপুর গ্রামটিতে বসবাস করেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ। প্রতি বর্ষাতেই গ্রামের লোকজন পানিবন্দী অবস্থায় চরম দূর্ভোগে পড়েন। যোগাযোগ ক্ষেত্রে আধুনিকতার ছোয়া সর্বত্র লাগলেও ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মাত্র ৩কিলোমিটার দূরে গ্রামটির লোকজন নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। মাত্র একটি সড়কের জন্যই গ্রামের এতসব দূর্ভোগ। গ্রাম থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিবিয়ানা বিদ্যুৎ প্লান্ট থাকলেও এ গ্রামের বিদ্যুতের আলো স্বপ্নের মতই।
এ গ্রামে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোন মূমূর্ষ রোগিকে জরুরী অবস্থায় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। গ্রামবাসী জানান, প্রতিটি নির্বাচনে প্রার্থীরা রাস্তা করে দিবেন বলে ভোট আদায় করলেও জয়ী হয়ে আমাদের কথা মনে রাখেন না কোন জনপ্রতিনিধি। গ্রামের প্রবীন মুরুব্বী হাজী মদরিছ আলী বলেন, যুগ যুগ ধরে আমাদের দুঃখ দূর্দশা লেগেই আছে। সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বললেও আজ পর্যন্ত আমাদের গ্রামটি অন্ধকারেই রয়ে গেল।
আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র তানভির আহমদ জানান, আমরা প্রতিদিন অত্যন্ত কষ্ট করে স্কুলে আসা যাওয়া করছি। বৃষ্টির দিন হলে স্কুলে যাওয়া সম্ভব হয়না।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রামটির উন্নয়নের ব্যাপারে আমরা আন্তরিক রয়েছি এবং রাস্তা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রামটির উন্নয়নের ব্যাপারে ইতিমধ্যে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে বলে দিয়েছি। তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে উক্ত গ্রামের চলাচলের রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com