প্রেস বিজ্ঞপ্তি ॥ নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারের উপর হামলা ও তার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আসামীদের শাস্তি এবং প্রধান আসামী তাজ উদ্দিন তাজের রিমান্ডের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় শরীফাবাদ প্রাইমারী স্কুল প্রাঙ্গনে শেখ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শামসুল হোসেন, মোঃ মিজান মিয়া, মেম্বার তোরাব আলী, মেম্বার মোঃ আব্দুল কাদির, মেম্বার মধু মিয়া, মেম্বার রফিক মিয়া, মেম্বার আব্দুর রউফ, মেম্বার মুসলেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, সাবেক মেম্বার এমরান, মেম্বার নজির মিয়া, তৈয়ব আলী, মেম্বার আব্দুর রউফ তালুকদার, হাজী আব্দুল মতিন, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ রফিক মিয়া প্রমুখ। বক্তারা বলেন, কয়েক বছর যাবত শরীফাবাদ, নছরতপুর এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ চলে আসছে। শরীফাবাদ দাখিল মাদ্রাসার নিকট পাইকপাড়া নসরতপুর সড়কে ডাকাতি হয়। কয়েকজন ডাকাতকে এলাকাবাসি আটকও করে। এসব ডাকাতরা স্থানীয়দের হুমকি ধামকিও প্রদান করে। সম্প্রতি নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান তাজ উদ্দিন তাজকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তাজ উদ্দিনকে ঢাকা থেকে আটক করে। গতকাল স্থানীয় ইউনিয়নবাসী তাজ উদ্দিন তাজের রিমান্ডসহ বাকী আসামীদেরকে গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ সভা করেন। বক্তারা আরো বলেন-অনতিবিলম্বে বাকী আসামীদেরকে গ্রেফতার না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ও আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারী উচ্ছারণ করেন।