স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাজার থেকে এক সিএনজি চোরকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় সদর থানার এসআই খন্দকার মামুনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোর শহরের উমেদনগরের আলতাব আলীর পুত্র শাহ আলম (২২)। সে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সিএনজি চুরি করে আসছিল।