নবীগঞ্জ প্রতিনিধি ॥ ন্যায় সঙ্গত বিচার দাবী করেছেন আওয়ামীলীগ নেতা কানন বাগচী। গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, আমি একটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছি। অনেক সময় গুরুত্বপূর্ণ পদেও ছিলাম। গত ৭ এপ্রিল নবীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা ভিত্তিহীন ও মানহানীকর দাবী করে কানন বাগচী বলেন “নবীগঞ্জে আ’লীগ নেতা কালন বাগচী সহ ৪ জনের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের অভিযোগ” শিরোনামের সংবাদটি মিথ্যা ও মানহানীকর। সংবাদে নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের মৃত রাজেন্দ্র সরকারের পুত্র জগীন্দ্র সরকার -এর বরাত দিয়ে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অশালীন এবং কাল্পনিক কথা জড়ানো হয়েছে। অভিযোগের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হলেও প্রকৃত পক্ষে আমার বিরুদ্ধে কোন বা মামলা নাই।
প্রকৃত ঘটনা হচ্ছে, জগীন্দ্র সরকারের ছোট ভাই লিটন সরকার বিদেশ যাওয়ার জন্য আমার নিকট থেকে ৫০ হাজার টাকা কর্জ নেয়। পরে টাকা দেই দিচ্ছি বলে জগীন্দ্র সরকার সময় ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে আমি আমার টাকার জন্য বাড়ি গেলে জগীন্দ্র সরকার এক সপ্তাহ সময় চায়। এর পর জগীন্দ্র আত্মগোপন করে। গত ৫ এপ্রিল রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরে সিএনজি ষ্ট্যান্ড এলাকায় জগীন্দ্র সরকারকে টাকা চাইলে সে পরদিন বিকেলে টাকা ফেরত দেবার প্রতিশ্র“তি দেয়। পরদিন সে টাকা ফেরত দেয়নি।