প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউপি ও ইউনিসেফ আয়োজিত এবং এলসিবিসিই’র সার্বিক সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত র্যালীর পূর্বে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মোঃ আরফান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম। দুর্যোগ প্রস্তুতি দিবসে “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি” শীর্ষক সেমিনারে সহকারি শিক্ষক ফজল উল্লা খান এর পরিচালনায় ও সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান, শ্যামল মজুমদার, তহুরা বেগম, শিরিয়া বেগম, মনিরুল হক, গায়েত্রী গোস্বামী, ফরিদা বেগম, মুর্শিদা বেগম, রুজিনা আক্তার, বশিরা খানম প্রমুখ। সভা শেষে একটি আকর্ষণীয় র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর দুর্যোগ প্রস্তুতি বিষয়ে রচনা এবং বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় এবং সেরা ১৬জন প্রতিযোগিকে পুরষ্কৃত করা হয়।