নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রিপন মিয়া (২৫) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের ছালেক মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইনাতগঞ্জ মধ্যবাজার থেকে ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। রিপন একটি মারামারির মামলায় পলাতক আসামী ছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে।