চুনারুঘাট প্রতিনিধি ॥ উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি রাস্তায় ইট সলিং কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্প চেয়ারম্যান সলিং কাজে ১নং ইটের পরিবর্তে ৩নং ইট ব্যবহার করে তড়িঘড়ি করে কাজ শেষ করার প্রক্রিয়া শুরু করেছেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসি। এ দুর্নীতির বিষয়ে নির্বাহী অফিসার বরাবরে ২৯ মার্চ লিখিত অভিযোগ দায়ের করছেন গাজীনগর গ্রামের জনৈক জামান চৌধুরী ও কাজী রাসেল আহম্মেদ। অভিযোগকারীরা বলেন, ২০১৩/২০১৪ বছরের এলজিএসপি’র টাকায় ওই ইউনিয়নের গাজীনগর গ্রামের মানিক চৌধুরী বাড়ী হতে আঠাইশকিনা পর্যন্ত রাস্তায় ইট সলিং এর জন্য ৯০ হাজার টাকা বরাদ্দ দেয় ইউনিয়ন পরিষদ। ওই সলিং কাজটি গত অর্থ বছরে সমাপ্ত না করে এবার কাজে হাত দেয় ইউনিয়ন পরিষদ। প্রকল্প চেয়ারম্যান সলিং কাজে নিম্ন মানের ইট ব্যবহার করতে থাকলে এলাকাবাসী এর প্রতিবাদ করেন। কিন্তু স্থানীয় মেম্বার শাহীদ মুন্সি কাজটি যেন-তেনভাবে সমাপ্ত করতে উঠেপড়ে লাগেন। এ ব্যাপারে অভিযোগ দায়ের করার পর গত ৪ এপ্রিল চুনারুঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প স্থল পরিদর্শন করেছেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই কাজে প্রায় ৭০ শতাংশ ইট ২ নম্বর ও বাকী ৩০ শতাংশ ইট ৩ নম্বর ব্যবহার করা হয়েছে। তিনি ১ নম্বর ইট দিয়ে কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন। এদিকে অভিযোগকারীরা বলেন, প্রকল্প চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন।