প্রেস বিজ্ঞপ্তি ॥ “বিজ্ঞান ভিত্তিক তথ্য জানি, দূর্যোগের ক্ষতি কমিয়ে আনি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে জাতীয় দূর্যোগ দিবস ২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিসেফ সহযোগিতায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্কুলের শিক্ষক, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন গ্রামের সমাজ উন্নয়ন কেন্দ্রের ব্যক্তিবর্গ ও আইবি ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, চিত্রাংকন, কবিতা, গান, নাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীরের সভাপতিত্বে ও মাধবপুর উপজেলার এলসিবিসিই অফিসার হারুনুর রশীদ, নোয়াপাড়া ইউপি সচিব মোঃ আলা উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক নেপাল চন্দ্র পাল, নোয়াপাড়া ইউপি মেম্বার মোঃ হারিজ উদ্দিন লালু, নুরুল ইসলাম তপু মেম্বার, বাবুল চৌহান মেম্বার, শ্যামল ব্যানার্জী মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার সাফিয়া খাতুন, শ্যামলী রাণী দেব মেম্বার প্রমূখ। সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন, কবিতা, গান, নাচ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেছেন চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর।