স্টাফ রিপোর্টার ॥ “নিরাপদ পুষ্টিকর খাবার-সুস্থ জীবনের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১০টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. নাছির উদ্দিন ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। বক্তব্য রাখেন এডিএম শাহিনা ফেরদৌসী ও নিখিল রঞ্জন শর্মা।