এক্সপ্রেস ডেস্ক ॥ গাড়ি যেখানে সেখানে পার্ক করা গেলেও বিমান নামাতে হয় এয়ারপোর্টের রানওয়েতেই। কিন্তু যদি দেখা যায়, অন্য সব গাড়ির মতো বিমানও রানওয়ে ধরে চলছে তখন চোখ কপালে ওঠার কথা। কিন্তু ঘটেছে তেমনটা। ইঞ্জিনে ত্র“টি দেখা দেওয়ায় বিমানবন্দরে না নেমে নিউইয়র্কের একটি ব্যস্ত রাস্তায় এই বিমান অবতরণের ঘটনা ঘটে। তবে ভাগ্য ভাল যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি!
গত বৃহস্পতিবার নিউইয়র্কের পোর্টল্যান্ডের কামবারল্যান্ডে ব্যস্ত সময়ে বিমানটি মহাসড়কে নেমে পড়ে। তত্ক্ষণাত্ দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ জরুরি ভিত্তিতে সকল গাড়ি চলাচল বন্ধ করে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পুলিশ কর্মকর্তা জাস্টিন কুলে জানিয়েছেন, বিমানের ইঞ্জিনের শক্তি ফুরিয়ে যাওয়ার কারনে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিমানের পাইলট হেজেজি এ সময় হতাশ হয়ে পড়েন। কিন্তু তারপরও তিনি বিপদের সম্ভাবনা দেখে জরুরি ভিত্তিতে বিমানটিকে মহাসড়কে নামাতে সক্ষম হন। পুলিশ জানায়, সৌভাগ্য যে কেউ আহত পর্যন্ত হননি। বিমানটি ওয়াটারভিলে থেকে পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল জেটপোর্টে যাওয়ার কথা ছিল।