বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তাগণ মাদক, চুরি, ডাকাতি, জুয়া বৃদ্ধির আশংকা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তানিয়া খানম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান অধ্যক্ষ সাফিউজ্জামান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, ডিজিএম একে আজাদ, সাবরেজিষ্ট্রার শাহাদত হোসেন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, গোলাম কিবরিয়া লিলু, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, অধ্যক্ষ মাওলানা মোঃ মুবাশ্বির আহমদ, ভিডিপি অফিসার অরুন বরুন দাশ, ব্র্যাক উপজেলা সমন্বয়কারী মহসিন উদ্দিন, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী মমিন, ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, জালাল উদ্দিন খন্দকার, মোঃ নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, সমাজসেবা অফিসার জালাল উদ্দিন, সমবায় অফিসার আলাউদ্দিন মিয়া, ডাঃ পঙ্কজ গোস্বামী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবী চাদ, পিআইও মেহেদী হাসান টিটু, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া প্রমুখ। সভায় মাদক, চুরি, ডাকাতি, জুয়া বৃদ্ধি রোধে কঠোর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত ছাড়াও বিশেষ একটি মাদক প্রবন এলাকায় বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।