বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান ঢাকাস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী উপলক্ষে বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর পরিচালনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানার উপস্থাপনায় বিদায়ী এসিল্যান্ড বিএম মশিউর রহমান এর দক্ষতা ও ডায়নামিক এবং ব্যতিক্রমী কার্যক্রমের উল্লেখ করে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, ডিজিএম একে আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, সাবরেজিষ্ট্রার শাহাদত হোসেন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, গোলাম কিবরিয়া লিলু, প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, অধ্যক্ষ মাওলানা মোঃ মোবাশ্বির আহমদ, ভিডিপি অফিসার অরুন বরুন দাশ, ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, জালাল উদ্দিন খন্দকার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, পিআইও মেহেদী হাসান টিটু, সমাজ সেবা অফিসার জালাল উদ্দিন, সমবায় অফিসার আলা উদ্দিন মিয়া, ডাঃ পঙ্কজ গোস্বামী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবী চাঁদ, সাংবাদিক তোফায়েল রেজা সোহেল প্রমুখ। সভা শেষে বাংলাদেশে শ্রেষ্ট সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এ্যাওয়ার্ড প্রাপ্ত বানিয়াচঙ্গের এসিল্যান্ড বিএম মশিউর রহমানকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।