স্টাফ রিপোর্টার, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচংয়ে খান বাহাদুর মোহাম্মদ এহিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার ৪টি কলেজের ২০জন দরিদ্র মেধাবি শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করা হয়। ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম।
শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এসিল্যান্ড বিএম মশিউর রহমান, ওসি নির্মলেন্দু চক্রবর্তী, ডিজিএম একেএম আজাদ, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল খালেক, ডাঃ পংকজ গোস্বামি, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া লিলু ও কৃতি শিক্ষার্থী সানজিদা আখতার।