স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অজ্ঞাত যুবকরে লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রাস্তার মুখ হতে প্রায় ২শ গজ পশ্চিমে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। যুবকের পড়নে জিন্স প্যান্ট ও গায়ে সার্ট পড়া ছিল। গতকাল সোমবার ফজরের নামাজ শেষে স্থানীয় কয়েকজন মুসল্লী মহাসড়ক দিয়ে চলাচলের সময় রাস্তার পার্শ্ববর্তী স্থানে যুবকের লাশটি পড়ে থাকতে দেখেন। পরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার পকেটে থাকা একটি কাগজে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের তুলা ব্যবসায়ী আকবর আলীর পুত্র মাদক ব্যবসায়ী মনির হোসেনের নাম লিখা ছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।