নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে শিকলমুুক্ত হলেন নবীগঞ্জ উপজেলার বুরহানপুর গ্রামে ৩ সন্তানের জনক লুলু মিয়া (৫৫)। দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলে গত রবিবার বন্দিদশা থেকে দীর্ঘ ৪/৫ বছর পর লুলু মিয়াকে শিকলমুক্ত করে দিয়েছে তার পরিবার। ধীরে ধীরে লুলু মিয়া স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন। তবে দীর্ঘদিন ৪/৫ বছর ধরে পা’য়ে শিকল নিয়ে একটি কক্ষে বন্দি জীবন যাপন করায় মনে অজানা আতংক বিরাজ করছে তার। পরিবারের লোকজন আজ মঙ্গলবার তাকে সিলেট শহরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে লুলু মিয়াকে দীর্ঘদিন পর বন্দিদশা থেকে মুক্ত করে দেয়ার খবরে গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভীড় জমে লুলু মিয়ার বাড়িতে। তাকে মুক্ত জীবনে ফিরে আসতে দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন এক্সপ্রেস পরিবারকে সময়োপযোগী সংবাদ প্রকাশের জন্য। বর্তমান লুলু মিয়া স্ত্রী-সন্তানদের কাছে পেয়ে মহা খুশি। স্বাভাবিক ভাবেই কথা বার্তা বলছেন স্ত্রী, সন্তানসহ পরিবারের লোকজনের সাথে। কিন্তু হারিয়ে যাওয়া বন্দি জীবনের প্রায় ৪/৫ বছর’র জন্য আক্ষেপ করছেন বার বার। লুলু মিয়ার ভাই নজরুল ইসলাম জানু জানান, সংবাদ প্রকাশের কারনে নয়, বিলপাড়ী ছাহেব ক্বিবলার কথা অনুযায়ী লুলু মিয়াকে শিকলমুক্ত করে দেয়া হয়েছে। বিলপাড়ের ছাহেবজাদা মাহবুবুর রহমান এ প্রসঙ্গে জানান, তা সঠিক নয়। কাউকে শিকল দিয়ে বেঁেধ রাখা, আবার ছেড়ে দেয়া এ গুলো ছাহেব ক্বিবলার কাজ নয়। লুলু মিয়ার পরিবার তাকে কেন এই দীর্ঘ কাল বেধেঁ রাখা হল, আবার ছেড়ে দেয়া হলো তার পরিবারই ভাল বলতে পারেন। গ্রামবাসী জানান, পরিবারের প্রধান ছেলে লুলু মিয়া সদা হাস্যোজ্জল মানুষ ছিলেন। তার ব্যবহারে গ্রামবাসী মুগ্ধ ছিল। কিন্তু অদৃশ্য কারনে পরিবারের লোকজন তাকে পাগল আখ্যায়িত করে দীর্ঘ প্রায় সাড়ে ৮ বছর পা’য়ে শিকল দিয়ে বেধেঁ রেখেছিল। পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় পরিবারের লোকজন ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য যে, লুলু মিয়াকে পাগল সাজিয়ে পায়ে শিকল বেধে ঘরের একটি কক্ষে আটকে রাখে তার পরিবার। দীর্ঘ ৪/৫ বছর ধরে এমন অবস্থায় দিনযাপন করছিলেন লুলু মিয়া। গত ১এপ্রিল দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে ওই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। ভয়ে থমকে যায় পরিবারের লোকজন। অবশেষে গত রবিবার বন্দি দশা থেকে তাকে মুক্তি দেয়া হয়।